বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন।
অ’ভিনেতা বলেন, আমা’র লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। মাত্র ২৫ শতাংশের
উপর বেঁচে আছি। নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি এমনই তথ্য জানান ৭৬ বছরের এই
অ’ভিনেতা।
শুধু তাই নয়, দীর্ঘ ৮ বছর ধরে তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত ছিলেন বলে
জানান বর্ষীয়ান এই অ’ভিনেতা। বিষয়টি জানায় ভারতীয় গণমাধ্যম জিনিউজ।
সম্প্রতি একটি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠানে হাজির হন
অমিতাভ। সেখানেই নিজের স্বাস্থ্য স’ম্পর্কে বলেন তিনি। স্বাস্থ্য স’ম্পর্কে
উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরাম’র্শও দেন।
অ’ভিনেতা জানান, তিনি যক্ষ্মা ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন। তবে
যক্ষ্মা’র প্রতিকার আছে। যখন শরীর খা’রাপ হতে শুরু করে, তখন তিনি জানতেন না
যে তার শরীরে যক্ষ্মা’র জীবাণু আছে।
তিনি বলেন, আমি যে রোগে আক্রান্ত, যে কেউ যে কোনও মুহূর্তে একই সমস্যার
সম্মুখীন হতে পারেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরি।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে পোলিও, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও
ডায়াবেটিক স’ম্পর্কে সচেতনতামূলক প্রচারের সঙ্গে যুক্ত আছেন অ’ভিনেতা।
বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনে মানুষের মাঝে কথা বলেন।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

অমিতাভের শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন